দিনাজপুরের ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার ৬নং দৌলতপুর ইউনিয়নের জয়নগর গড়পিংলাই নামক স্থানে যাত্রীবাহী বাসের ধাক্কায় রফিকুল ইসলাম (৬৩) নামের এক বাইসাইকেল আরোহীর মৃত্যু ঘটেছে।
গতকাল শনিবার (১১ মে) সকাল পৌণে ৬ টার দিকে ঘটনাটি ঘটেছে। নিহত রফিকুল ইসলাম জয়নগর গড়পিংলাই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও প্রত্যেদর্শীরা জানান, ঘটনার সময় রফিকুল ইসলাম বাইসাইকেল যোগে বোরো খেতে যাওয়ার সময় ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার ৬নং দৌলতপুর ইউনিয়নের জয়নগর গড়পিংলাই নামক স্থানে বিরামপুর থেকে ফুলবাড়ীর দিকে আসা একটি যাত্রীবাহী তাকে ধাক্কা দেয়। এ সময় রফিকুল ইসলাম সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়’রা তাকে মুমুর্ষূ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সড়ক দুর্ঘটনায় রফিকুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজার রহমান বলেন, রফিকুল ইসলামের মৃত্যুর বিষয়ে তার পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে যাত্রীবাহী বাসটি আটক করা যায়নি।