দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের যৌথ উদ্যোগে রবিবার (১২ মে) বিশ্ব মা দিবস পালন করা হয়েছে।
‘শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল’র সভাপতিত্বে ও আশুরা মুর্মুর সঞ্চালনায়, অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা লুৎফর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম মনিরুজ্জামান, সমবায় কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম, তথ্য কর্মকর্তা (তথ্য আপা) রুখসানা নারগিস, আনসার ভিডিপি কর্মকর্তা রীতা রায়, ফুলবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক পস্নাবন শুভ, সঙ্গীত শিল্পী মমতা রাজবংশী ও আমরা করব জয় সংস্থার সদস্য কংকরা রায়।