দেশের ঘোষিত বাজেটে নিম্ন শ্রেণীর জনগোষ্ঠীকে উপেক্ষা করে বৈষম্যমুলক গরীব মারার বাজেট উল্লেখ করে ৬জুন ঢাকার রাজপথে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও কেন্দ্রীয় কার্যালয়ে সামনে সমাবেশ করেছে ।
জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব মোঃ হেলাল উদ্দিনের নেতৃত্বে জাতীয় সংসদে বাজেট ঘোষণার পর পর তাৎক্ষনিক জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে রাজধানী ঢাকার বিভিন্ন গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির নেতা-কর্মী ও সমর্থকরা স্বতঃস্ফূর্ত ভাবে মিছিলে অংশগ্রহণ করেছে। তাঁদের মিছিলের শ্লোগান ছিলো ‘গরীব মারার বাজেট মানিনা, মানবো না’।
মিছিলটি পল্টন, বিজয় নগর হয়ে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিল শেষে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্টিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও হাবিবউল্লাহ বাহার কলেজের সাবেক ভিপি গোলাম মোহাম্মদ রাজু ।
তিনি বক্তব্য বলেন, এ সরকার বর্তমানে যে বাজেট ঘোষণা করেছে তাতে গরীব জনগনের কোন উপকারে আসবে না। বড়লোককে আরও বড়লোক করার জন্য এ বাজেট । দেশ দুঃশাসন চলছে, দূর্নীতি চলছে । সরকার দূর্নীতি বরপুত্র আজিজ, বেনজিরদেরকে সৃষ্টি করে এখন আর তাদের দায় নিতে চায় না, এ সরকার দেশের সকল পর্যায়ে দূর্নীতি দমনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব মোঃ হেলাল উদ্দিন তাঁর বক্তব্য বলেন, সরকার একদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারে সিন্ডিকেট তৈরি করছে অন্য দিকে সংসদে তামাশার সাত লক্ষ আটানব্বই হাজার কোটি টাকার বাজেট প্রণয়ন করছে। এ বাজেট গতানুগতিক বাজেট, এই বাজেটে নতুন কিছু নেই। বাজেটে টাকার অংক বাড়িয়ে শুধু দূর্নীতিবাজদের কালো সাদা করার জন্য লোক দেখানো নতুন বাজেট প্রণয়ন করেছে। এসরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে চরম ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন দেশ এখন দূর্নীতিবাজদের স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে। দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে, দূর্নীতি বাজদের বিষয়ে এসরকারের কোন নজরদারি নেই। তার কারণ সরকার নিজেই দূর্নীতি বাজদের আশ্রয়দাতা।
মিছিলে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ডাকসুর সাবেক সদস্য বাবু নির্মল দাস, জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় আহবায়ক জনাব লিয়াকত হোসেন চাকলাদার, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ন সাংগঠনিক নজরুল ইসলাম, যুগ্ন দপ্তর মাহমুদ আলম, কেন্দ্রীয় যুগ্ন- সাংগঠনিক এবং ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল সোহবান, জাতীয় ছাত্র সমাজের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সদস্য জালাল আহমেদ, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি ঢাকা জেলা সভাপতি আবুল হাসনাত, স্বেচ্ছাসেবকের সিনিয়র নেতা ফারুক আহমেদ, দায়িত্ব প্রাপ্ত দপ্তর লোকমান হোসেন ভুঁইয়া, স্বেচ্ছাসেবক ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহসভাপতি ডাঃ আলফাজ হোসেন, রিপন, সালাউদ্দিন বাচ্ছু, শাহজাহান, বিপ্লব, জুয়েল, আবু সুফিয়ান, মোঃ সেলিমসহ জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির নেতৃবৃন্দ।