চট্টগ্রামের হাটহাজারীর ফতেপুর এলাকায় মোহাম্মদ আবুল ফয়েজ (৫০) নামের এক প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ।
রোববার (৯ জুন)সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১নং গেইটের কিছুটা উত্তরে হাটহাজারী অক্সিজেন মহাসড়কের পশ্চিম পাশে মামুন সেন্টার থেকে হাটহাজারী মডেল থানার এসআই আলী আকবরের নেতৃত্বে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আবুল ফয়েজ(৫০) পার্শ্ববর্তী ফটিকছড়ির উপজেলার ধর্মপুর ইউনিয়নের আজাদী বাজার এলাকার মৃত শামশুল আলমের পুত্র। তার এক বছর বয়সী একটি ছেলে ও এগারো বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। সে একজন কাতার প্রবাসী বলে জানা যায়।
ময়না তদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।