নওগাঁ জেলা শহরে প্রতিষ্ঠিত তোহা আইসিটি কেয়ার উল্লাস একাডেমী কেয়ারের এইচ.এস.সি ২০২৪ পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩জুন) সকাল ১০ঘটিকায় তোহা আইসিটি কেয়ারের উল্লাস একাডেমী কেয়ারের আয়োজনে নওগা সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মফস্বল সাংবাদিক ইউনিয়ন ( বিএমইউজে) নওগাঁ জেলা শাখার সভাপতি ও নওগাঁ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম।
আরও উপস্থিত ছিলেন, আজমাউল হক শিমুল প্রতিষ্ঠাতা ও পরিচালক আইকন বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং।এসময় বিদায়ী শিক্ষার্থীদের খোরশেদ আলম বলেন, বিদায় বলতে আমরা মনে করি শেষ, কিন্তু আসলে এটি শেষ না। আমার কাছে বিদায় বলে মনে হয় নতুন করে শুরু করা। আজকের এই বিদায়ের বেলায় আমাদের আনন্দের থেকে বেদনা বেশী হচ্ছে। কেননা কালকে থেকেই আমরা নতুন সূচনা শুরু করবো তিনি আরো বলেন, বাংলাদেশে এক জটিল ও কঠিন সমস্যার নাম মাদক। কোনো পরিবারের কেউ মাদকাসক্ত হলে সে পরিবার পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়ে। পরিবারটিতে নেমে আসে এক বিভীষিকাময় পরিবেশ। একজন মাদকাসক্ত একটি পরিবার, একটি সমাজ ও রাষ্ট্রের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। বাংলাদেশে মাদকাসক্তির প্রধান শিকার যুব ও তরুণ সমাজ। যুব ও তরুণ সমাজ জাতির প্রাণশক্তি হিসেবে বিবেচিত। তরুণ ও যুবকরাই দেশের সার্বিক উন্নয়নের চালিকাক্তি। তরুণ ও যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে হলে প্রথমেই পরিবার থেকে নিতে হবে উদ্যোগ। বিশেষ করে ১৪ থেকে ২৪ বছর বয়সি সন্তানরা কখন ও কোথায় যাচ্ছে, কার কার সঙ্গে মেলামেশা করছে; সেসব বিষয়ে অভিভাবকদের নজর রাখতে হবে। এ ছাড়া মাদকাসক্তির যেসব কারণ রয়েছে, তার মধ্যে অন্যতম প্রধান কারণ হতাশা। হতাশা রোধে যুব ও তরুণ সমাজের জন্য নিয়মিত লেখাপড়া, খেলাধুলা, সংস্কৃতিচর্চা, বই পড়ার দিকে উদ্বুদ্ধ করতে হবে। সর্বোপরি যুব ও তরুণ সমাজের মনে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার প্রচেষ্টা চালাতে হবে। তার পাশাপাশি কর্মসংস্থানের ক্ষেত্র সম্প্রসারণ করতে পারলে মাদকের করালগ্রাস থেকে যুব ও তরুণ সমাজ রক্ষা পাবে বলে মনে করেন।