বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষে শেরপুর জেলা আওয়ামী যুবলীগের কর্মীসভা, সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ জুলাই) শেরপুর শহরস্থ উৎসব কমিউনিটি সেন্টারের কনফারেন্স হলে আয়োজিত কর্মীসভায় জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান হাবিব এর সভাপতিত্বে ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ সম্পাদক মোঃ মনিরুজ্জামান পিন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ, কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকৌশলী আব্দুল্লাহ আল-আমিন ও মহিউদ্দিন রানা।
এসময় কর্মীসভার প্রথমার্ধে জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক পদপ্রার্থীদের পরিচিতি পর্ব সভা অনুষ্ঠিত হয়। এরপর,খুবই দ্রুত সময়ে শেরপুর জেলা যুবলীগের কমিটি গঠনের বিষয়ে আলোকপাত করে প্রধান অতিথি পিন্টু বলেন, আমরা প্রায় ৩০ জনের সিভি সংগ্রহ করেছি। এখান থেকে যাচাই-বাছাই করে যোগ্যদের হাতেই নেতৃত্ব দেওয়া হবে। এব্যাপারে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশনা রয়েছে দ্রুত কমিটি করার।
কর্মীসভায় আহ্বায়ক পদ প্রার্থীদের মাঝে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম সহ মোঃ হানিফ উদ্দীন, মোঃ জাকারিয়া বিশু, মোঃ আব্দুল মতিন, জুনায়েদ নুরানি মনি, নাহিদ হাসান, মোঃ মাহমুদুল হক বাবু, মোঃ মুরশিদুর রহমান আকন্দ।
যুগ্ম-আহ্বায়ক পদে প্রার্থীদের মাঝে উপস্থিত ছিলেন মোঃ মাহবুবুল আলম লিমন, শোয়েব হাসান শাকিল, ইমতিয়াজ চৌধুরী শৈবাল, মোঃ মাসুদ রানা, সৈয়দ আব্দুল মতিন বাপ্পী, নাদিম সরকার, বদরুল হোসেন বাপ্পী, মেহেদী হাসান, মোঃ নুরুদ্দিন, সাজু কিবরিয়া প্রমুখ।