
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা সদর বাজারে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় অবৈধ কারেন্ট জাল বিক্রয় বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
রবিবার (৭জুলাই) দুপুরে সদর বাজারে এই অভিযান পরিচালনা করেন। মোবাইল কোর্ট পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার মো: আশরাফুল আলম রাসেল এবং সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক।এসময় অন্যান্যদের মাঝে উপজেলা মৎস্য কর্মকর্তা রজব আলীসহ থানা পুলিশ উপস্থিত ছিলেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জাল বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে ৭ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। সেইসাথে জব্দকৃত জালগুলো আগুনে পুড়েনো হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল আলম রাসেল জানান,জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।