ময়মনসিংহের গুরুত্বপূর্ণ পুলিশ লাইন এলাকায় ব্যস্ততম ময়মনসিংহ টু টাঙ্গাইল মহাসড়কের পাশে স্বনামধন্য মেসার্স সাইফুল ফিলিং স্টেশন জলাবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়েছে।
ফিলিং স্টেশনের পিছন এবং ডান বামের দুই পাশে লাগুয়া বহুতল ভবনের ড্রেনের পানি প্রবাহিত হচ্ছে ব্যস্ততম এই মহাসড়কে। ড্রেনে ময়লা পানি নিষ্কাশন পথ না থাকায় বছরের বারোমাস সাইফুল ফিলিং স্টেশন এর সামনে জলাবদ্ধতা লেগেই থাকে। জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ এর দাবি জানিয়েছেন সচেতন মহল।
এই জলবদ্ধতার কারণে ফিলিং স্টেশন চত্বরে অস্বাস্থ্যকর পরিবেশের পাশাপাশি বানিজ্যিক এই প্রতিষ্ঠানটির অফিস রুম, স্টোর রুম, গার্ড রুম, বাথরুম ক্যাশিয়ার রুমে ময়লাযুক্ত ড্রেনের পানি প্রবেশ করে বিপর্যস্ত হচ্ছে।
এছাড়াও ফিলিং স্টেশনের ভূগর্ভস্থ রিজার্ভ ট্যাঙ্কির তরল জ্বালানি তেল সংরক্ষণ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
উল্লেখ্য, ফিলিং স্টেশন এর সামনের সড়কটি কিছুদিন পুর্বে সড়ক ও জনপথ বিভাগ পুনঃনির্মাণ করলেও ড্রেনেজ ব্যবস্থা না রাখায় অসহনীয় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করেও কোন সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফিলিং স্টেশন কর্তৃপক্ষ ।
ময়মনসিংহ নগরীর পুলিশ লাইন এলাকার মেসার্স সাইফুল ফিলিং স্টেশন সরকারি নির্দেশনা মোতাবেক ময়মনসিংহ অঞ্চলের সরকারি বেসরকারি ও ব্যক্তিগত মালিকানাধীন যানবাহন সহ কৃষি খাতে জ্বালানি সরবরাহ দিক থেকে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। গুণগত ও সঠিক ওজনে দিবারাত্রি জ্বালানি তেল সরবরাহ করে গ্রাহকদের কাছে সুনাম অর্জন করেছে এই প্রতিষ্ঠানটি।
জ্বালানি তেল সংগ্রহকারী গ্রাহকরা জানান, জলাবদ্ধতার কারনে সাইফুল ফিলিং স্টেশনটি বন্ধ হলে ময়মনসিংহ নগরীর অফিস আদালত ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পরিবহন সহ সাধারন গ্রাহকদের জ্বালানি সংগ্রহে সীমাহীন দুর্ভোগে সৃষ্টি হবে।
জ্বালানি সংগ্রহকারী গ্রাহকেরা, ময়মনসিংহ সিটি কর্পোরেশন এবং সড়ক ও জনপদ বিভাগ কর্তৃপক্ষ নিকট দাবি জানান, অতিদ্রুত এই জলাবদ্ধতা নিরসনের কার্যকর ব্যবস্থা গ্রহনের।