প্রেস বিজ্ঞপ্তি
জাতীয় পার্টি নীলফামারী জেলা ও জলঢাকা উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক এবং ২নং ডাউয়াবাড়ি ইউনিয়ন সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ রোকুনুজ্জামান খোকন গত রাত ২ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রজিউন)।
জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের মোঃ রোকুনুজ্জামান খোকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
অনুরুপ এক শোক বার্তায়, জাতীয় পার্টির মহাসচিব এড. মোঃ মুজিবুল হক চুন্নু মরহুম মোঃ রোকুনুজ্জামান খোকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত শোক বার্তা (রবিবার ১৫ সেপ্টেম্বর) জানানো হয় ।