দিনাজপুরের ফুলবাড়ী উপজলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর উদ্যোগে মঙ্গলবার (১৫ অক্টাবর) বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়।
দিবসটি পালনর জন্য সকাল ১১টায় উপজলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে । শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বর আয়াজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সাহানুর রহমান সুমন।
অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজলা সহকারী কমিশনার (ভূমি) ও ফুলবাড়ী পৌর প্রশাসক মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী।
বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল ইসলাম, উপজলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আতিকুর রহমান, একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক আশরাফুল আলম প্রমুখ। এ সময় উপজলা স্কাউটস সদস্য, গণমাধ্যমকর্মীসহ বিভিন শ্রেণী পেশার সুধীজন উপস্থিত ছিলেন।