শেরপুর জেলা পুলিশ হতে সম্প্রতি বদলির আদেশ প্রাপ্ত জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলমকে বদলীজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
মঙ্গলবার (১৫ অক্টোবর) পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে আনুষ্ঠানিক ভাবে জেলা পুলিশের চৌকস এই কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যের বক্তব্যে বিদায়ী কর্মকর্তার কর্মক্ষেত্রে সততা, দক্ষতা ও কর্মতৎপরতায় মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার কর্মকর্তা আখ্যা দিয়ে শেরপুর জেলায় তাঁর কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন এবং বিদায়ী কর্মকর্তার জন্য পরবর্তী কর্মস্থলে উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।
পরবর্তীতে বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) শেরপুর জেলায় তাঁর বর্ণাঢ্য কর্মকালীন সময়ের বিভিন্ন বিষয়ে স্মৃতিচারণ করেন এবং উপস্থিত সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন বক্তব্য রাখেন।
পরে বিদায়ী কর্মকর্তাকে শেরপুর জেলা পুলিশের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন শেরপুর জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে বিদায়ী কর্মকর্তাকে একজন সৎ, মেধাবী, চৌকস, দক্ষ ও মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার কর্মকর্তা হিসেবে উল্লেখ্য করে স্মৃতিচারণ করেন।
তিনি, দক্ষ পেশাদার কর্মকর্তা হিসেবে শেরপুর জেলায় যেভাবে দ্রুতি ছড়িয়েছেন, সেরূপ তাঁর পরবর্তী কর্মস্থলে অব্যাহত রেখে দেশের সার্বিক কল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবনে উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
বিদায় অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মোঃ দিদারুল ইসলাম, সকল থানার অফিসার ইনচার্জ, জেলা পুলিশের অন্যান্য ইউনিটের ইন-চার্জ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফগণ উপস্থিত ছিলেন।