
সীমান্তবর্তী ঝিনাইগাতীতে ১১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার : গ্রেফতার – ৪
মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর :
শেরপুরের ঝিনাইগাতীতে আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় ১১৯ বোতল মদ সহ ৪ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ।
সোমবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, শেরপুর পৌর শহরের গোপালবাড়ি এলাকার রবিন্দ্রনাথ বণিকের ছেলে রক্তিম বণিক(২০), গৌরীপুর মহল্লার মঞ্জুরুল হকের ছেলে নিহাদ(২০) এবং মনকান্দা এলাকার মৃত আব্দুল ছামাদের ছেলে আমিনুল ইসলাম (৩৬)।
পুলিশ জানায়, গোপনে সংবাদের ভিত্তিতে থানার ওসি (তদন্ত)রবিউল আজমের নেতৃত্বে সঙ্গীয় অন্যান্য পুলিশ কর্তকর্তাদের অভিযান পরিচালনা করে আমদানী নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের ১০০ বোতল ভারতীয় মদ সহ ৩জন মাদক কারবারিকে গ্রেফতার করেন।
অপর এক অভিযানে উপজেলার সদর বাজারের সিএনজি ষ্ট্যান্ড এলাকা থেকে রাকিবুল ইসলাম ওরফে রকি নামের এক কিশোরকে ১৯ বোতল মদসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওই কিশোর পার্শ্ববর্তী নালিতাবাড়ী উপজেলার পূর্ব সমশ্চুড়া এলাকার মোশারফ হোসেনের ছেলে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন জানায়, কিশোর রাকিবুল ইসলাম ওরফে রকি দুটি স্কুল ব্যাগে মদ নিয়ে ঝিনাইগাতী বাজারের সিএনজি ষ্ট্যান্ডে এলে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে স্থানীয়রা তার ব্যাগ তল্লাশী করে আমদানী নিষিদ্ধ ১৯ বোতল ভারতীয় মদ সহ রকিকে আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করে। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মুল্য ৭৬হাজার টাকা।
এ ঘটনায় পুলিশ বাদি হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের মাধ্যমে মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়।