ঢাকার কাওরানবাজার এলাকায় সাংবাদিক মুন্নী সাহাকে আটকে করে পুলিশের কাছে তুলে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) রাতে রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে তাকে আটক করা হয় বলে তেজগাঁও থানা পুলিশ নিশ্চিত করেছেন।
ঢাকার যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে বলে প্রাথমিকভাবে জানানো হলেও পরবর্তীতে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
তেজগাঁও থানার অফিসার ইন-চার্জ মোঃ মোবারক হোসেন জানান, বিক্ষুব্ধ জনতা কাওরান বাজার থেকে মুন্নী সাহাকে ঘিরে রাখেন। সেখান থেকে আটক করার পর পুলিশ হেফাজতে আনা হয়। পরবর্তীতে তাকে ডিবি অফিসে নেওয়া হলে তিনি অসুস্থ থাকায় পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
জানা গেছে, ঢাকার কারওয়ান বাজারে এলাকায় জনতা টাওয়ারের সামনে সবজি কিনতে যান মুন্নী সাহা। এসময় তাকে চিনতে পেরে একদল লোক বিক্ষুব্ধ হয়ে তার ওপর চড়াও হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় তেজগাঁও থানা পুলিশ। পরে তাকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়।