ভোলার তজুমদ্দিন উপজেলায় জেলা তথ্য অফিসের আয়োজনে পেশাদার সাংবাদিকদের নিয়ে ১ দিনের কনসালটেশন ও অরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত।
বুধবার (৪ ডিসেম্বর) বেলা ১১ টায় তজুমদ্দিন প্রেসক্লাবে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতা মূলক কার্যক্রমের আওতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এই কর্মসূচি বাস্তবায়ন করেন।
তজুমদ্দিন প্রেসক্লাব আহবায়ক ফখরে আজম পলাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব ওমর আসাদ রিন্টু। কর্মশালায় প্রধান আলোচক ছিলেন জেলা তথ্য অফিসার মোঃ শাহ আঃ রহিম নুরনবী।
আলোচনায় অংশ নেন প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম সাদী, যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন লিটন, সাইদুল হক মুরাদ।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন জেলা তথ্য অফিস সহকারী জসিম উদ্দীন।
অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি সহায়ক ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।