মামলার আবেদনে প্রথম দিকে থাকা বিবাদীগন : ফাইল ছবি
ফেনীতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে বোমা হামলা ও আগুন দেওয়ার লোমহর্ষক ঘটনায় সাত বছর পর তৎকালীন পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর সরকারসহ ১৭৮ জনের বিরুদ্ধে ফেনী সদর আমলি আদালতে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ফেনী সদর আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইয়েদ মোঃ শাফায়াত বাদী পক্ষের আবেদনটি শুনানি শেষে মামলাটি তদন্ত করে ৪৫ দিনের মধ্যে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনকে (পিবিআই) প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
এর আগে গত ২৮ নভেম্বর যমুনা হাই ডিলাক্স পরিবহনের চেয়ারম্যান আবুল কাশেম মিলন বাদী হয়ে ২৮ জনের নাম উল্লেখ করে ১০০-১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে ফেনী সদর আমলি আদালতে এ মামলার আবেদন করেন।