ময়মনসিংহে পরোয়ানা ভুক্ত আসামীসহ পৃথক অপরাধে ৭ জন গ্রেপ্তার
ময়মনসিংহ মহানগর ও সদর উপজেলাধীন পৃথক এলাকায় অভিযান চালিয়ে গেলো গত ২৪ ঘন্টায় ভিন্ন অপরাধে ৭ জনকে গ্রেফতার করেছেন কোতোয়ালী মডেল থানা পুলিশ।
কোতোয়ালী মডেল থানা অফিসার ইন-চার্জ মোঃ শফিকুল ইসলাম খান জানান, থানা এলাকায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের কয়েকটি টিম নিয়মিত অভিযান পরিচালনা করছে। গেলো ২৪ ঘন্টায় পৃথক অভিযানে ৭ জন অপরাধীকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, পৃথক অভিযানে এসআই ছানোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে মারামারি মামলার আসামী ১/ মোঃ মাহমুদুল হক ওরফে মাহমুদুল হাসান (২৩), পিতামৃত-আবুল হাসেম, ২/ রমজান আলী (৩৪), পিতা-মোঃ রজব আলী, উভয় সাং-রঘুরামপুর নলুয়াপাড়া, থানা-কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহদ্বয়কে কোতোয়ালী মডেল থানাধীন রঘুরামপুর নলুয়াপাড়া এলাকা থেকে গ্রেফতার করেন।
এসআই মোজাম্মেল হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী ১/ মোঃ রাসেল মিয়া (৩০), পিতামৃত-আব্দুল মান্নান, সাং- কেওয়াটখালী মধ্যপাড়া, থানা- কোতোয়ালী মডেল, ২/ মাহফুজুর রহমান (৩৪), পিতা-মোঃ মফিজুল ইসলাম, সাং-কলাকান্দা খামারের বাজার, থানা-মুক্তাগাছা, উভয় জেলা-ময়মনসিংহদ্বয়কে কোতোয়ালী মডেল থানাধীন টাউনহল মোড় এলাকা থেকে গ্রেফতার করেন।
র্যাব-১৪, ময়মনসিংহ এর অভিযানকারী টিম কোতোয়ালী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার আসামী ১/ মোঃ হৃদয় মিয়া @ হৃদয় আল হাসান(৩০), পিতা-খোকন মিয়া, সাং- সেহড়া চামড়া গুদাম , থানা- কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাধীন সেহড়া এলাকা থেকে গ্রেফতার করেন। এবং তাহার নিকট হইতে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ইহাছাড়াও এএসআই (নিঃ) শামীমুল হাসান ও নূরুজ্জামান থানা এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে আদালতের গ্রেফতারী পরোয়ানা ভুক্ত ২ জন আসামীকে গ্রেফতার করেন।
আদালতের পরোয়ানা ভূক্ত আসামীরা হলেন, ১/ মোঃ সোহাগ (৩৭), মৃত-আবু মিয়া, গ্রাম-বলাশপুর, থানা-কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ,২/ আবু তাহের (৪০), পিতা-আঃ মালেক, গ্রাম- আব্দুল্লাহ পুর (আব্দুল্লাহপুর), থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ।
গ্রেপ্তার হওয়া সকল আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয় বলে জানিয়েছেন, কোতোয়ালী মডেল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সাইফুল ইসলাম।