ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে নগরী ও আশপাশ এলাকা থেকে গেলো ২৪ ঘন্টায় (১০-ডিসেম্বর) পৃথক অপরাধের অভিযোগে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
কোতোয়ালী মডেল থানা অফিসার ইন-চার্জ মোঃ শফিকুল ইসলাম খান জানান, এসআই অংকন সরকার সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী ১/ মোঃ হাবিবুর রহমান (৫১) পিতা-মৃত মকবুল হোসেন, সাং-আলালপুর শম্ভুগঞ্জ, ২/ মোঃ শরিফ মিয়া (২৮) পিতা-মোঃ আব্দুল আলী, সাং-মালগুদাম, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে নগরীর পাটগুদাম ব্রীজ মোড় এলাকা থেকে গ্রেফতার করেন।
এসআই খলিলুর রহমান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী মোঃ নবী হোসেন (৪৪) ময়মনসিংহ মহানগর ১৫নং ওয়ার্ড যুবলীগের নেতা, পিতা-মোঃ দুলাল উদ্দিন, মাতা-মোছাঃ আনোয়ারা বেগম, সাং-১৯৮ মাসকান্দা হাইস্কুল রোড, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন চরপাড়া এলাকা হইতে গ্রেফতার করেন।
ইহাছাড়াও এএসআই রজব আলী এবং এএসআই মাহমুদুল হাসান জামান কোতোয়ালী মডেল থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে আদালতের পরোয়ানা ভূক্ত দুইজন আসামীকে গ্রেফতার করেন।
আদালতের পরোয়ানা ভূক্ত আসামীরা হলেন, ১/ মোঃ আসাদুজ্জামান (আসাদ), পিতা-লতিফুর রহমান, গ্রাম- ভাবখালী, থানা- কোতোয়ালী মডেল, জেলা – ময়মনসিংহ, ২/ মোঃ আঃ আজিজ , পিতা-আয়ুব আলী, সাং: ভাটিঘাগড়া, থানা- কোতোয়ালী মডেল,
জেলা-ময়মনসিংহ
কোতোয়ালী মডেল থানা পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ সাইফুল ইসলাম এবিষয়ে সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া সকল আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।