স্বর্গীয় রাধা রানী গুপ্তা (ফাইল ছবি)
দিনাজপুরের ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু এর মাতা স্বর্গীয় রাধা রানী গুপ্তা’র আজ ১২ ডিসম্বর (বহস্পতিবার) ১২ তম মত্যুবার্ষিকী।
স্বর্গীয় রাধা রাণী গুপ্তা’র ১২ তম মত্যুবার্ষিকী উপলক্ষ তাঁর আত্মার শাÍি কামনায় ফুলবাড়ী পর শহরর চকচকা¯ নিজ বাড়ীত সকাল শ্রী শ্রী ভগবত গীতা পাঠ এবং সন্ধ্যায় ফুলবাড়ী কদ্রীয় শ্রী শ্রী কালী মদির হরি কীর্তনর আয়াজন করা হয়ছ।
প্রসঙ্গত, স্বগীয় রাধা রানী গুপ্তা দনিক কালবলা পত্রিকার ফুলবাড়ী প্রতিনিধি জ্যষ্ঠ প্রভাষক রীতা রানী কানু এর শ্বাশুড়ি এবং দনিক প্রতিদিনর বাংলাদশ পত্রিকার ফুলবাড়ী প্রতিনিধি ও ফুলবাড়ী প্রসক্লাবর সাংগঠনিক সম্পাদক প্লাবন শুভ এর দাদি ছিলন।
উল্লখ্য, রাধা রানী গুপ্তা ২০১২ সালর ১২ ডিসম্বর ভার হৃদ রাগ আক্রাÍ হয় নিজ বাড়ীত পরলাক গমন করন।