নেত্রকোনা পূর্বধলায় জমি-সংক্রান্ত বিরোধে বড় ভাই ইকবাল হোসেনের হাতে ছোট ভাই আফজাল হোসেন হৃদয় (২৮) খুন হয়েছেন।
বুধবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে পূর্বধলা বাজারের পশ্চিমে জামতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আফজাল হোসেন হৃদয় উপজেলা সদরের জামতলা এলাকার মরহুম হাসেন আলীর ছেলে।
স্থানীয়’রা জানান, বেশদিন ধরে দু’ভাইয়ের মাঝে জমি-সংক্রান্ত বিরোধ চলে আসছিল। আজ সকালে বিবাদের একপর্যায়ে বড় ভাই ইকবাল ছোট ভাই হৃদয়কে ধারাল ছুরি দিয়ে বুকে ও কপালে কুপিয়ে আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় জড়িত ইকবাল পালিয়ে গেছেন। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।