“আল কোরআনের আলোক যাত্রা” প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহে বৃহত্তর ময়মনসিংহ যুব সমিতি ঢাকা এর উদ্যোগে “হিফযুল কোরআন প্রতিযোগিতা ২০২৪-২৫ ” অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১-ডিসেম্বর) সকালে ময়মনসিংহ এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে বৃহত্তর ময়মনসিংহ যুব সমিতি ঢাকা এর উদ্যোগে জেলার হাফেজদের নিয়ে “আল কোরআনের আলোক যাত্রা”- হিফযুল কোরআন প্রতিযোগিতা ২০২৪-২৫ অনুষ্ঠিত হয়।
হিফযুল কোরআন প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান।
বৃহত্তর ময়মনসিংহ যুব সমিতির সভাপতি ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী’র সভাপতিত্বে ও বৃহত্তর ময়মনসিংহ যুব সমিতির মহাসচিব মোহাম্মদ শাফিল মাহমুদ শামীম’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা প্রশাসক মফিদুল আলম, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোঃ আজিজুল ইসলাম, ময়মনসিংহ সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ শওকত আলী সহ জেলার বরেণ্য আলেম সমাজ এর ব্যক্তিবর্গ।