
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী (যৌথবাহিনী) সারাদেশে ‘ অপারেশন ডেভিল হান্ট ‘ পরিচালনা করে ১ হাজার ৩০৮ জনকে গ্রেপ্তার করেছে।
রবিবার (৯ ফেব্রুয়ারি) পুলিশ সদর দফতর থেকে অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তারে এই তথ্য জানানো হয়।
পুলিশ সদর দফতর জানান, গত শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত দেশজুড়ে ১ হাজার ৩০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে মেট্রো গুলোতে ২৭৪ জন এবং রেঞ্জে গুলোতে ১ হাজার ৩৪ জন।
দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে অন্তর্বর্তীকালীন সরকার ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত গ্রহন করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভায় শনিবার এই সিদ্ধান্ত নেন।