রংপুর বিভাগীয় নগরীতে রংপুর জেলা ও মহানগর সেচ্ছাসেবক লীগের আয়োজনে আলাদা আলাদা কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হয়েছে ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।
গতকাল বুধবার সেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী রংপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে দিনটি ।
জেলা সেচ্ছাসেবক লীগের কর্মসূচী- ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রংপুর জেলা সেচ্ছাসেবক লীগের আয়োজনে সকালে জেলা অফিসের সামনে জাতীয় ও দলীয় পতাক উত্তোলন, একটি আনন্দ শোভাযাত্রা দলীয় কার্যালয় হতে শুরু করে নগরীর মূল-মূল সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর মূর্যালে পুষ্পমাল্য অর্পণ করে। পুষ্পমাল্য অর্পণ শেষে বঙ্গবন্ধুর মূর্যালের পাশে আলোচনা সভা ও কেককাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।
আলোচনা সভায় জেলা সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি রউফ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ধনজিৎ ঘোষ তাপসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক লক্ষিন চন্দ্র, সেচ্ছাসেবক লীগ নেতা রবিনসহ জেলার নেতৃবৃন্দ।
মহানগর সেচ্ছাসেবক লীগ- রংপুর মহানগর সেচ্ছাসেবক লীগের আয়োজনে সকালে মহানগর দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাক উত্তোলন, এক মিনিট নিরবতা পালন, একটি আনন্দ শোভাযাত্রা দলীয় কার্যালয় হতে শুরু করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর মূর্যালে পুষ্পমাল্য অর্পণ করে।
পুষ্পমাল্য অর্পণ শেষে শোভাযাত্রাটি দলীয় কার্যালয়ে এসে শেষ করে, দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও কেককাটা। আলোচনা সভায় মহানগর সেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউজ্জামান বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রমজান আলী তুহিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তি মন্ডল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহাদৎ হোসেন, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান রনিসহ মহানগর ও ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।