শিক্ষানগরী ময়মনসিংহে এবি গুহরোডস্থ শিববাড়ী এলাকায় বিবেকানন্দ বিদ্যালয়টি এখন কোথায় জনমনে এমন প্রশ্ন উঠে এসেছে। বিদ্যালয়ের অস্তিত্ব বিলুপ্ত করে শতাধিক দোকান, বাসা বাড়ি নির্মাণ করে পজেশন বিক্রয়, ভাড়া উত্তোলনের মধ্যদিয়ে দীর্ঘদিন যাবৎ হাতিয়ে নিচ্ছে লাখ লাখ কোটি টাকা!
জানা যায়, ধীরেন সেন আখড়াটিতে বিবেকানন্দ বিদ্যালয়, ব্যামাগার, রবি দাস মন্দির, একশত দশ বছরের ১১৪তম বিবেকানন্দ বিদ্যালয় সার্বজনীন দুর্গোৎসব ইত্যাদি প্রতিষ্ঠান পরিচালিত হতো। বর্তমানে অধিকাংশ প্রতিষ্ঠান বিলুপ্ত করে আর্থিক সুবিধা আদায় ও দানকৃত জমি বেহাত করার জন্য ধর্মীয় পূজাঁ উৎসবের স্থান রেখে বেশ কয়েক যুগ ধরে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে একটি সিন্ডিকেট। এদের নাম পরিচয় জানতে চায় নগরীর সচেতন মহল।
সচেতন মহলের প্রশ্ন, দানকৃত বিবেকানন্দ বিদ্যালয়ের জায়গা জমিতে নির্মিত মার্কেট, বাসাবাড়ি দখল, পজেশন হস্তান্তর ও ভাড়া দিয়ে অবৈধ আর্থিক লেনদেনের সুযোগ সুবিধা নিয়ে কে বা কারা ভোগ দখল করে আসছে, এসকল বিষয়ে প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজর দিবেন কি?
বিস্তারিত প্রতিবেদন থাকছে আগামী সংখ্যায়…।