ব্যাপক জাঁকজমক আয়োজনে নেতাকর্মীদের সতস্পুর্ত অংশগ্রহনে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা ও পৌর জাতীয় পার্টির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩ঘটিকায় নোঙ্গর কমিউনিটি সেন্টারে উক্ত কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ও ফুলবাড়িয়া উপজেলা শাখার আহ্বায়ক আলহাজ্ব নাজমুল হক সরকারের সভাপতিত্বে ও ফুলবাড়িয়া উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব এডভোকেট হাবিবুর রহমান হাবিবুল্লাহ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা ও পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করেন সাবেক সংসদ সদস্য জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও ময়মনসিংহ জেলার সদস্য সচিব সালাহউদ্দিন আহমেদ মুক্তি।
এর আগে সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলার যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক ও জেলা শ্রমিক পার্টির আহ্বায়ক শহিদুল ইসলাম স্বপন মন্ডল, যুগ্ম-আহবায়ক এডভোকেট আঃ বারী, ময়মনসিংহ জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট বিল্লাল হোসেন।
সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোঃ জহিরুল ইসলাম, ময়মনসিংহ জেলা জাতীয় কৃষক পার্টির আহবায়ক মোঃ শরীফুল ইসলাম বিপ্লব, জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক মোঃ বদিউজ্জামান দুলাল, তারাকান্দা উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় পেশাজীবী সমাজ’র যুগ্ম-সাধারন সম্পাদক অধ্যক্ষ এমদাদুল হক খান, জেলা জাতীয় পার্টির সদস্য আলহাজ্ব হাসমত মাহমুদ তারিক, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ মোফাজ্জল হোসেন মুকুল ফরাজি,মোঃ জামাল উদ্দিন শেখ, জেলা যুব সংহতির যুগ্ম আহবায়ক আহমেদ কবীর, জেলা জাতীয় ছাত্র সমাজ’র আহবায়ক মোঃ ইদ্রিস আলী (শ্রাবন), সদস্য সচিব মাহাবুবুর রহমান শিহাব প্রমূখ।