ময়মনসিংহের গণমাধ্যম কর্মীগন সহকর্মীর দীপক চন্দ্র দে সুচিকিৎসার জন্য মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ তারিখে সকাল ১১ টায় ১১ নং স্টেশন রোডস্থ রিয়াজ স্কয়ার জয় বার্তা অফিসে আলোচনায় মিলিত হন। চিকিৎসার ব্যয় নির্বাহের জন্য সকলেই গুরুত্বপূর্ন পরামর্শ প্রদান করেন এবং স্ব-স্ব অবস্থান থেকে সহায়তার হাত প্রসারিত করা মতামত প্রকাশ করেন। আলোচনায় প্রত্যেকের সুভাকাঙ্খী ও সুভানুধ্যায়ীদের কাছে থেকে আর্থিক সহযোগিতার আহবান জানানো হয়।
ইতিমধ্যে উপস্থিত গণমাধ্যম কর্মীগণ চিকিৎসা ব্যয় নির্বাহের জন্য আর্থিক অনুদান হস্থান্তর শুরু করেন। যারা সহযোগিতা করতে আগ্রহী নিজ উদ্যোগে যোগাযোগ সমন্বয় করার অনুরোধ করা হয়।
সেবার মানুষিকতায় ব্রত একজন গণমাধ্যম কর্মী দীপক চন্দ্র দে কোলন ক্যান্সারে আক্রান্ত, তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তায় এগিয়ে আসুন।
সার্বিকভাবে সহযোগিতার জন্য ব্যাংক একাউন্ট এবং দীপকের ব্যক্তিগত বিকাশ নান্বার নিন্মরূপঃ
DIPOK CHANDRA DEY
Bank account number -1561570046291
Dutch-Bangla Bank Limited ,8 & 12 Gkmc Saha Road,Choto Bazar Mymensingh -2200
Bkash/ Nagad- 01712227275