
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম হেরোইনসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইন-চার্জ মোঃ ফারুক হোসেন’র নির্দেশনায় এসআই(নিঃ) আলমগীর কবির ও এসআই(নিঃ) মাহফুজুর রহমান সংগীয় অফিসার ও ফোর্স নিয়ে পৃথক অভিয়ান পরিচালনা করেন।
এসআই(নিঃ) আলমগীর কবির সংগীয় অফিসার ও ফোর্স নিয়ে দিঘারকান্দা বাইপাসস্থ ময়মনসিংহ জেলা মটরযান কর্মচারী ইউনিয়নের অফিসের সামনে থেকে ২৯ এপ্রিল রাত সারে আটটায় ৫০পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী ১। মোঃ আঃ রাজ্জাক (৪০), পিতা-মৃত ফরহাদ আলী, সাং-ভাবখালী, থানা-কোতোয়ালী মডেল, ময়মনসিংহকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত বলে পুলিশ জানায়।
অপর আরেক অভিয়ানে এসআই(নিঃ) মাহফুজুর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে গৌরীপুর থানা এলাকার সাব-রেজিষ্ট্রি অফিস সামনে থেকে ২৯ এপ্রিল রাতে ১০ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী ১। মোঃ টগর চৌধুরী (২৮), পিতা-মোঃ বাপ্পী চৌধুরী, সাং-নয়াপাড়া, থানা-গৌরীপুর, ২। মোঃ শাহীনুল ইসলাম ফারুক (৪০), পিতা-মৃতঃ হাবিল উদ্দিন শেখ, সাং-চুরখাই বন্দমদল, থানা-কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী মোঃ টগর চৌধুরী (২৮) এর বিরুদ্ধে ১৩টি মামলা আছে।
ডিবি’র অভিযানে উদ্ধারকৃত ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম হেরোইন গ্রেফতারকৃত ৩ জনের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানা এবং গৌরীপুর থানায় মামলা দায়ের করা হয়েছে । গ্রেফতারকৃত আসামীদেরকে আদালতে সোপর্দ্দ করা হয়েছে।