ময়মনসিংহ গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইন-চার্জ মোঃ ফারুক হোসেন’র নির্দেশনায় এসআই(নিঃ) মোঃ সোহরাব আলী সংগীয় অফিসার ও ফোর্স ১ মে ২০২৪ তারিখে মাদক বিরুধী অভিযান পরিচালনা করে ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন বলাশপুর আবাসন (নদীর পাড়) এলাকার এক বসত ঘরের উঠান থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রিপন (৫০) প্রেফতার করেছে।
সুত্র ময়মনসিংহ জেলার কোতোয়ালি মডেল থানা এলাকার বলাশপুর আবাসননের মৃত মনুর উদ্দিনের ছেলে মোঃ রিপন দীর্ঘদিন যাবৎ আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাকি দিয়ে অভিনব কায়দায় মাদক ব্যবসা চালিয়ে আসছে।
অভিনব কৌশলের অধিকারী মোঃ রিপন এর রয়েছে সংঘবন্ধ মাদক ব্যবসায়ী চক্র ।
মোঃ রিপন এর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।
এই চক্রের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের গ্রেফতার এবং মাদক নির্মুলে ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযান চলমান রয়েছে।
গ্রেফতারকৃত মোঃ রিপন এর কাছ থেকে উদ্ধারকৃত ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে কোতোয়ালী মডেল থানায় মামলা রুজু হয়েছে ।
গ্রেফতারকৃত আসামীকে মোঃ রিপন’কে আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
মন্তব্য