ময়মনসিংহ জেলায় মাদক নিয়ন্ত্রণে পুলিশ সুপারের নির্দেশে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা(ডিবি) বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে । ডিবি পুলিশের অফিসার ইন-চার্জ মোঃ ফারুক হোসেন’র নির্দেশনায় এসআই মাহফুজুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন কালিবাড়ী এলাকার জেলা প্রাণি সম্পদ কার্যালয়ে সামনে ১০মে রাত ১১ ঘটিকায় ১৫ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী পলাশ দাস (২১) আটক করেছে।
সুত্র জানায়, ময়মনসিংহ নগরীর কৃষ্টপুর এলাকার হেম লাল দাস এর ছেলে পলাশ দাস দীর্ঘদিন মাদক ব্যবসা চালিয়ে আসছে। এমন গোপন সংবাদের বৃত্তিতে তাকে আটক এবং শরীর তল্লাশি করে ১৫ গ্রাম হেরোইন উদ্ধার করেছেন ।
গ্রেফতারকৃত আসামি মাদক কারবারির চক্রের সদস্য। এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। গ্রেফতারকৃত আসামী পলাশ দাসের বিরুদ্ধে আরো ২টি মামলা রয়েছে ।
১৫ গ্রাম হেরোইন উদ্ধার বিষয়ে ১জনকে আসামী করে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয় । আসামীকে আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
মন্তব্য