ময়মনসিংহ রেঞ্জ পুলিশের মাসিক সভা বুধবার (১৫ মে) সকাল ১০ঘটিকায় রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সভা কক্ষে অনুষ্টিত হয়। ময়মনসিংহ রেঞ্জের ৪ জেলার মধ্য থেকে ৩টি জেলার (জামালপুর, শেরপুর ও ময়মনসিংহ) ৯ জন পুলিশ অফিসারগন কে বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্য এপ্রিল /২৪ মাসের শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হন।
ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন কৃতিত্বপুর্ন সাফল্যের জন্য ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক মোঃ আনোয়ার হোসেন হাতে পুরস্কার তুলে দেন।
ময়মনসিংহ রেঞ্জে টানা দ্বিতীয় বার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক স্বীকৃতি স্বরূপ সম্মানিত হয়েছেন ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আনোয়ার হোসেন ।
উল্লেখ্য তিনি গতকাল ১৪ মে ময়মনসিংহ জেলা একাধারে টানা দ্বিতীয় বার শ্রেষ্ঠ তদন্ত অফিসার হিসাবে স্বীকৃতি অর্জন করেন।
মন্তব্য