ঢাকা , সোমবার , ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ, ১৪৩১

ঐতিহ্যবাহী শেরপুর প্রেসক্লাবের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শেরপুর প্রতিনিধি ।।
আপডেটঃ রবিবার, ২৬ মে, ২০২৪, ৭:১৫ অপরাহ্ণ

ঐতিহ্যবাহী শেরপুর প্রেসক্লাবের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ২৬ মার্চ শনিবার রাতে প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ টেলিভিশন ও দৈনিক সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি ও শেরপুর প্রেসক্লাবের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য্য সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন।

আলোচনা অনুষ্ঠানের শুরুতে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্যসহ মৃত্যুবরণকারী সাবেক সকল সদস্য বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এছাড়াও শেরপুর প্রেসক্লাবের স্থায়ী সদস্য জুবায়ের রহমান বাবু অসুস্থ থাকায় তার সুস্থতা কামনায় দোয়া করা হয়।

আলোচনা অনুষ্ঠান শেষে কেক কাটা অনুষ্ঠিত হয়।এসময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য্য, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন,দৈনিক প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি দেবাশীষ সাহা রায়,বাসস জেলা প্রতিনিধি সঞ্জিব চন্দ্র বিল্টু, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও একুশে টিভির জেলা প্রতিনিধি শরিফুর রহমান,সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি সাবিহা জামান শাপলা,দৈনিক বাংলার নেত্র পত্রিকার জেলা প্রতিনিধি এডভোকেট রেদোয়ানুল হক আবীর,আরটিভি জেলা প্রতিনিধি মুগনিউর রহমান মনি, দৈনিক তথ্যধারা পত্রিকার প্রধান প্রতিবেদক আসাদুজ্জামান মুরাদ, গাজী টেলিভিশনের জেলা প্রতিনিধি এডভোকেট ফারহানা পারভীন মুন্নি প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,দৈনিক আনন্দবাজার পত্রিকার জেলা প্রতিনিধি শাহরিয়ার মিল্টন, এসএ টিভির জেলা প্রতিনিধি মহিউদ্দিন সোহেল, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি নূর-ই-আলম চঞ্চল, আনন্দ টিভির জেলা প্রতিনিধি মারুফুর রহমান, দৈনিক চিত্র পত্রিকার জেলা প্রতিনিধি জুবায়ের রহমান, দৈনিক স্বদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি ফজলুল করিম সুরুজ, চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি ইমরান হাসান রাব্বি, এখন টিভির জেলা প্রতিনিধি জাহিদুল খান সৌরভ,একাত্তর টিভির জেলা প্রতিনিধি শাকিল মুরাদ, নাগরিক টিভি ও দৈনিক কালবেলা পত্রিকায় জেলা প্রতিনিধি তারিকুল ইসলাম, দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকায় জেলা প্রতিনিধি ইউসুফ আলী রবিন, বাংলা টিভির জেলা প্রতিনিধি নাইম ইসলাম, সময় টেলিভিশনের ক্যামেরাম্যান বাবু চক্রবর্তী, দৈনিক সমাচার পত্রিকার জেলা প্রতিনিধি নমসের আলম, দৈনিক আজকের পত্রিকার শ্রীবরদী প্রতিনিধি ফরিদ আহমেদ রুবেল, দৈনিক ইত্তেফাক পত্রিকার শ্রীবরদী প্রতিনিধি তসলিম কবির বাবু, দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকায় জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম মনির, বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি ইমতিয়াজ চৌধুরী, দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার জেলা প্রতিনিধি ইসমাইল হোসেন, নিউজ বাংলা ও দৈনিক বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি শাহরিয়ার শাকির, দৈনিক বাংলার নবকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি এনামুল হক, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম রাজু, দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, দৈনিক আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি সামছুল আলম, দৈনিক আজকালের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি শ্রী সুশান্ত কুমার রায়, দৈনিক ময়মনসিংহ প্রতিদিন পত্রিকায় জেলা প্রতিনিধি গিয়াস উদ্দিন রাসেল ও দৈনিক তৃতীয় মাত্রার জেলা প্রতিনিধি সৈয়দ আব্দুল মতিন বাপ্পী প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে  পৃথক অপরাধে গ্রেফতার-১৪ যতদিন বেঁচে আছি সাধারণ মানুষের উপর জুলুম অত্যাচার হতে দিবো না : মেজর হাফিজ মাদক ও চোরাচালান দমনে ময়মনসিংহে ডিবি’র অভিযানে গ্রেপ্তার-২ ময়মনসিংহের শম্ভুগঞ্জে প্রতারক চক্রের কবলে ব্যবসায়ী আহসান হাবিব : থানায় মামলা ময়মনসিংহে নবাগত পুলিশ সুপার কাজী আখতার উল আলম এর যোগদান ৫৩ বছরে শাসকরা এদেশ থেকে বৈষম্য দূর করতে পারেনি -মুফতি ফয়জুল করিম ময়মনসিংহে হিফযুল কোরআন প্রতিযোগিতা ২০২৪-২৫ অনুষ্ঠিত দিনাজপুরে জাতীয় সাংবাদিক সংস্থার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পটুয়াখালী ভার্সিটির রেজিস্ট্রার দ্বায়িত্ব পেলেন অধ্যাপক আব্দুল লতিফ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ভারতীয় মদ উদ্ধার : গ্রেফতার-১ ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় ময়মনসিংহে নাশকতা ও অপহরণসহ পৃথক অপরাধে গ্রেপ্তার -৮ পূর্বধলায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন ফের গ্রেপ্তার হলেন ময়মনসিংহ মটর মালিক সমিতির মহাসচিব মাহাবুব ইজতেমা মাঠ দখল নিয়ে সংঘর্ষ : জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা পুলিশের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মা ও ছেলের ছয় মাসের কারাদণ্ড ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস উৎযাপিত ময়মনসিংহে যৌথবাহিনীর অভিযানে কাইল্লা আরমান গ্রেপ্তার ঝিনাইগাতীতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন তজুমদ্দিন উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন শেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত  গোপালগঞ্জে প্রাক-বড়দিন অনুষ্ঠানে খাবার খেয়ে অসুস্থ শতাধিক শিশু-কিশোর শিক্ষার্থীকে নিপীড়ন ও হেনস্থা অভিযোগে পটুয়াখালী ভার্সিটির এক শিক্ষক বরখাস্ত পটুয়াখালী ভার্সিটিতে মহান বিজয় দিবস উদযাপিত ময়মনসিংহে অপরাধ নিয়ন্ত্রণে কোতোয়ালী পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার-৪ ফুলবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস পালন খাদ্যের সন্ধ্যানে বাসাবাড়ীতে অবস্থান নিচ্ছে মুখপোড়া হনুমান যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহ জেলা পুলিশের বিজয় দিবস উদযাপন