মেয়েদের কোপা আমেরিকায় মাঠে নামছে আর্জেন্টিনা এবং ব্রাজিল। ভিন্ন ভিন্ন ম্যাচে দুই দলেরই খেলা শুরু হবে শুক্রবার (২২ জুলাই) ভোর ৬টায়।
পেলে-রোনালদোর দেশের মেয়েরা ফুটবলেও কম যায় না। চলতি কোপা আমেরিকায় রীতিমতো অপ্রতিরোধ্য ব্রাজিলের মেয়েরা। আর্জেন্টিনা এবং উরুগুয়েকে উড়িয়ে দেয়ার পর সবশেষ ম্যাচে ভেনিজুয়েলাকেও ৪-০ গোলে বিধ্বস্ত করেছে তারা।
চলতি কোপা আমেরিকায় ‘বি’ গ্রুপে পয়েন্ট তালিকায় এককভাবে শীর্ষে আছে ব্রাজিল। সেমিফাইনালের পথে আরও এগিয়ে যাওয়ার পথে এবার তাদের সামনে প্রতিপক্ষ পেরু। কলম্বিয়ার এস্তাদিও অলিম্পিকো মাঠে ভোরে খেলতে নামবে ব্রাজিলের মেয়েরা।
অন্যদিকে, একই সময়ে খেলতে নামবে আর্জেন্টিনাও। কলম্বিয়ার এস্তাদিও সেন্তেনারিওতে তাদের প্রতিপক্ষ ভেনিজুয়েলা।
ব্রাজিলের কাছে বড় হারে টুর্নামেন্ট শুরু করার পর ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। গ্রুপ ‘বি’তে পয়েন্ট তালিকায় ব্রাজিলের পরই দ্বিতীয় স্থানে আছে তারা। সেই সঙ্গে সেমিফাইনালে ওঠার সম্ভাবনাটাও উজ্জ্বল হয়েছে তাদের। তবে শুক্রবার ভেনিজুয়েলার বিপক্ষে ম্যাচটা তাদের জন্য গুরুত্বপূর্ণ।
এদিকে, আর্জেন্টিনাকে হটিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসার সম্ভাবনা রয়েছে ভেনিজুয়েলারও। ব্রাজিলের বিপক্ষে হারের আগে এবারের টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে জয় পেয়েছিল তারা। উরুগুয়ে আর পেরুর বিপক্ষে যথাক্রমে ১-০ আর ২-০ গোলে জয় পেয়েছিল দলটি।
মন্তব্য