মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে কালাপুর ইউনিয়নের আনসার ব্যাটালিয়ন ক্যাম্প এলাকার একটি বাড়িতে রবিবার (২৩ জুন) একটি অজগর সাপ ঢুকে পড়ে। বাড়ির লোকজন ও স্থানীয়রা রাসেলস ভাইপার ভেবে আতঙ্কিত হয়ে পড়েন। সাপটি মারার জন্য স্থানীয়রা ঐক্যবন্ধ হলে তাৎক্ষণিক খবর পেয়ে শ্রীমঙ্গলের বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন সাপটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেন। এর আগেও একাধিক অজগর সাপ উপজেলার বিভিন্ন এলাকায় মানুষের বসতবাড়িতে ঢুকেছে বলে স্থানীয় সুত্রে জানা যায় । রাসেলস ভাইপারের রঙ অজগর সাপের মতো দেখতে হওয়ায় প্রথমে দিকে চিনতে না পেরে এমন আতঙ্ক বিস্তার হচ্ছে ।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, কালাপুর আনসার ক্যাম্পের পাশে একটি বাড়িতে একটি অজগর সাপ চলে আসে এবং এলাকার লোকজন রাসেলস ভাইপার ভেবে সবাই আতঙ্কিত হয়ে পড়েন। পরে বন বিভাগের লোকজনকে সঙ্গে নিয়ে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। ১২ কেজি ওজনের সাপটি অজগর বলে নিশ্চিত করা হয়েছে।
মন্তব্য