সারা দেশের ন্যায় শেরপুরের ঝিনাইগাতীতে শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ জুন) সকাল ১০ টায় বাংলা প্রথম পত্রের পরীক্ষা শুরু হয়।জানা গেছে, এবছর ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন কলেজ থেকে এইচএসসি ও সমমানের ৪ শত ৩২জন পরীক্ষার্থীর মধ্যে ৪ শত ২৬ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ গ্রহন করেন।পরীক্ষার মূল কেন্দ্র আলহাজ্ব শফি উদ্দিন আহমেদ কলেজ ছাড়াও ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রী কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৫ টি কলেজ থেকে এসব পরীক্ষার্থীরা অংশ গ্রহন করেন। পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রগুলো সরেজমিনে পরিদর্শন করেন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল কবীর রাসেল এবং সহকারি কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক।
কোন প্রকার বিরম্বনা ছাড়াই প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন এইচএসসি পরীক্ষার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মন্তব্য