ঢাকা , বুধবার , ২৩ জুলাই, ২০২৫, ৮ শ্রাবণ, ১৪৩২

ঝিনাইগাতী উপজেলায় ভিজিডি’র চাল বিতরণে অনিয়ম : প্রশাসনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস

শেরপুর প্রতিনিধি ।।
আপডেটঃ সোমবার, ১ জুলাই, ২০২৪, ৪:৫৬ অপরাহ্ণ

শেরপুরে ঝিনাইগাতী উপজেলার ১ নং কাংশা ইউনিয়নে দরিদ্র ও হতদরিদ্র নারীদের জন্য খাদ্য সহায়তায় (ভিজিডি’র) বরাদ্দকৃত চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে।

রবিবার (৩০জুন) দুপুরে চাল বিতরণকালে সরেজমিন গেলে (নাম প্রকাশে অনিচ্ছুক) কার্ডের উপকারভোগীরা জানান, দুই বছর মেয়াদী ভিজিডি কার্ডের সুবিধাভোগী প্রতিজনকে ৩০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও এতে ৪৩৫ জন কার্ডধারিদের প্রত্যেককে বাস্তবে দেওয়া হয়েছে সাড়ে ২৬ কেজি থেকে ২৭ কেজি করে চাল। ভিজিডি কর্মসূচি দরিদ্র ও হতদরিদ্র নারীদের জন্য খাদ্য সহায়তা প্রদান করে আসছে বর্তমান জনবান্ধব সরকার। তবে এই ধরণের অনিয়মের ফলে প্রকৃত সুবিধাভোগীরা প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ ধরণের অনিয়ম প্রতিরোধ করা জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আতাউর রহমানের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আশরাফুল আলম রাসেল জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুল জানান, সাংবাদিকেরা যে কোন অভিযোগ প্রশাসনকে জানানোর পর প্রশাসন সে বিষয়ে দেখবেন প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। তিনি বলেন, এই জন্য অভিযোগ পত্র দিতে হবে কেন। বিষয়টি তিনি দেখবেন বলে প্রতিনিধিকে আশ্বাস দেন।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ নগরীতে চাদাঁ না পেয়ে কোটি টাকার সম্পত্তি জবর দখল : থানায় অভিযোগ ময়মনসিংহ সরকারি কলেজের সাথে সোনালী ব্যাংকের অনলাইন সেবা কার্যক্রমে চুক্তি সম্পাদন ঝিনাইগাতীতে বিএনপি নেতা বহিস্কার প্রত্যাহারের কর্মসূচিকে ঘিরে পক্কে বিপক্ষে বিক্ষোভ   ময়মনসিংহে ডিবির পুলিশের অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ময়মনসিংহ নগরীতে অপরাধ দমনে সিসি টিভি ক্যামেরা উদ্বোধন মা ও মেয়েকে ধর্ষণ : অভিযুক্ত ধর্ষককে গলা কেটে হত্যা ময়মনসিংহে যুবদল নেতা শহীদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ময়মনসিংহে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার : চোরাই লেগুনা উদ্ধার ময়মনসিংহে এইচএসসি পরীক্ষায় ওএমআর সীট পূরণের অভিযোগে দুই শিক্ষক বহিষ্কার ফুলবাড়ীয়ায় অনুমোদনহীন হারবাল ওষুধসহ আটক এক ময়মনসিংহে ৩০২ বোতল বিদেশী মদসহ একটি প্রাইভেটকার আটক ময়মনসিংহের ডিবির অভিযানে তিন মাদক কারবারি গ্রেপ্তার ভালুকায় মা ও দুই শিশুসহ তিন খুনের মুলহোতা নজরুল গ্রেপ্তার ময়মনসিংহে ডিবির অভিযানে হেরোইনসহ ৩ জন গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আলোচনা ও পুরস্কার বিতরণ ময়মনসিংহের ভালুকায় মা’সহ দুই সন্তানের লাশ উদ্ধার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ ময়মনসিংহে ডিবির অভিযানে অবৈধ পিস্তলসহ গ্রেপ্তার-১ ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবক খুন। গ্রেপ্তার-২ ময়মনসিংহে পিবিআইয়ের অভিযানে ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন : ঘাতক গ্রেপ্তার ময়মনসিংহ র‍্যাবের অভিযানে অপহৃত স্কুল ছাত্রীসহ অপহরণ চক্রের মুলহোতা আটক ফুলবাড়ীয়ায় বিপুল পরিমান যৌন উত্তেজক ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার ময়মনসিংহ নগরীতে পুলিশের অভিযানে চিহ্নিত ৪ ছিনতাইকারী গ্রেপ্তার ঝিনাইগাতী তিন ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে পৃথক অপরাধে গ্রেপ্তার-২৩ ঝিনাইগাতীতে সদর বাজারের সরকারি শেডগুলো ব্যক্তি মালিকানায় ময়মনসিংহে র‍্যাবের অভিযানে অপহরণকারীচক্রের দুই সদস্য আটক মানিকের বাবা গোরাঙ্গ লাল মন্ডলের মৃত্যুতে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির শোক ময়মনসিংহে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত