রায়পুরায় উপজেলার বি.বি.এল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ভাষা শহীদদের স্বরণে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (০৬জুলাই) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে ফিতা কেটে নবনির্মিত শহীদ মিনারের শুভ উদ্বোধন করেছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এমপি।
কটিয়াদি সরকারি কলেজের অধ্যক্ষ ও বি.বি.এল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ আতাউর রহমান এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এমপি ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান ভূইঁয়া, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী, সহ-সভাপতি আলী আহম্মেদ দুলু , নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, নরসিংদীর সিনিয়র সহকারী প্রকৌশলী শামীম ইকবাল মুন্না, রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, সাধারণ সম্পাদক ইমান উদ্দিন ভূইঁয়া, উত্তর বাখনগর ইউপি চেয়ারম্যান হাবিব উল্লাহ হাবিব, বিবিএল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন ভূঁইয়া প্রমুখ।
মন্তব্য