ময়মনসিংহ নগরীর শিববাড়ীস্থ আওয়ামী লীগের দলীয় কার্যলয়ে বাংলাদেশ যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কেককাটা, আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুলাই) ময়মনসিংহ নগরীর শিববাড়িস্থ আওয়ামী লীগ কার্যালয়ে ময়মনসিংহ মহানগর যুব মহিলালীগের আহবায়ক তামান্না ইয়াসমিন প্রিয়াংকা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহের রাজনৈতিক অঙ্গনের সর্বজন শ্রদ্ধেয় অধ্যক্ষ মতিউর রহমান এর স্ত্রী ও ময়মনসিংহ জেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি বেগম নুরুন্নাহার শেফালী।
আনন্দ শোভাযাত্রা ও কেককাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি বেগম নুরুন্নাহার শেফালী এবং জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি কৃষিবিদ ডা: শামসুন্নাহার পারভীন, ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি ও আমেকসু’র সাবেক ভিপি গোলাম ফেরদৌস জিল্লু সহ মহিলা আওয়ামীলীগ, যুব মহিলা লীগের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন ।
মন্তব্য