ময়মনসিংহ সিটি কর্পোরেশনে সদ্য সমাপ্ত নির্বাচনে নির্বাচিত কাউন্সিলর ফারুক হাসান’র মৃত্যুতে ৮নং ওয়ার্ডের সাধারন নারী-পুরুষ ভোটাররা হারিয়েছে প্রিয় কাউন্সিলর। অপর দিকে খায়রুল হাসান আদনান হারিয়েছে পিতা।
পিতৃহীন শোক কাটিয়ে না উঠার পুর্বেই ঘোষণা হয়েছে উপ-নির্বাচনের তফসিল । অভিভাবক শুন্য খায়রুল হাসান আদনান’র সম্মুখে আরেকটি পুর্নরুদ্ধারের যুদ্ধ। “ কথায় আছে রাখে আল্লাহ্ মারে কে “। পুর্নরুদ্ধারের উপ-নির্বাচনের এই সম্মুখ যুদ্ধে ঢাল-তলোয়ার নিয়ে অভিভাবক এর ভুমিকায় এগিয়ে এসেছে ৮নং ওয়ার্ডের সাধারন ভোটাররা।
ভোটাররা ঐক্যবদ্ধ হয়েছে প্রয়াত ফারুক হাসান’র বারংবার নির্বাচিত করা সেই ঠেলা গাড়ী প্রতীকের পক্ষে। কারন ফারুক হাসান নেই তো কি হয়েছে – ফারুক হাসান’র এর রেখে যাওয়া ঠেলা গাড়ী তো আছে। রেখে গেছে সু-যোগ্য সন্তান খায়রুল হাসান আদনান কে।
ভোটারদের মাঝে এতো শ্রদ্ধা ভালবাসা রেখে গেছে ফারুক হাসান যার তুলনা হয় না। ফারুক হাসান’র ছেলে আদনান যখন নির্বাচন কর্মকর্তার কাছ থেকে ঠেলা গাড়ী প্রতীক বরাদ্দ পেয়েছে, তখন হাজার হাজার সাধারন ভোটাররা বৃষ্টিতে ভিজে আনন্দ উল্লাসের যেন ফারুক হাসান আবার ফিরে এসেছে ৮ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের মাঝে।
সেই সাথে খায়রুল হাসান আদনান ফিরে পেয়েছে হাজার হাজার অভিভাবক।
ভোটারগন অভিভাবকের ভুমিকায় নিজ দ্বায়িত্বে ঠেলাগাড়ি প্রতীকের প্রার্থী খায়রুল হাসান আদনান এর পক্ষে অবস্থান নিয়ে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় সরকারের উপ-নির্বাচনে সাধারন ভোটারদের মাঝে এমন উৎসবমুখর পরিবেশ এর আগে কখনো দেখা যায়নি।
স্থানীয় ৮নং ওয়ার্ডের সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, এই ওয়ার্ডে বারংবার নির্বাচিত জনপ্রিয় কাউন্সিলর ফারুক হাসান তার কর্মময় জীবন দশায় সাধারন মানুষের ভালোবাসা অর্জন করেছেন।
ফারুক হাসান’র মানব সেবার অবদানের প্রতি শ্রদ্ধা এবং ভালবাসার প্রতিফলন হিসেবে তার ছেলে খায়রুল হাসান আদনানের ঠেলাগাড়ি প্রতীকের বিজয় নিশ্চিত করতে অবস্থান নিয়েছে সাধারন ভোটাররা।
মন্তব্য