ময়মনসিংহের ফুলপুর উপজেলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ-এর ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি আয়োজনে কুরআন তিলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফুলপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি এনায়েত হোসেন মন্ডল।
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এরপর উপস্থিত ও সাধারণ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মফিদুল ইসলাম।
দোয়া ও মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন,
উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন আহমেদ, ময়মনসিংহ জেলা যুব সংহতির যুগ্ম আহ্বায়ক ও জাতীয় পার্টি ফুলপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল হাসান সুজন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আইন উদ্দিন, রূপসী ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুল লতিফ সরকার, সম্পাদক মন্ডলীর সদন্য জুয়েল সহ ফুলপুর উপজেলা জাতীয় পার্টির বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ।
মন্তব্য