বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দুমকি উপজেলা শাখার উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের নিয়ে সিঙ্গেল ডিজিট স্টুডেন্টস ক্যারিয়ার সামিট আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় দুমকি উপজেলা পরিষদ হল রুমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের নিয়ে সিঙ্গেল ডিজিট স্টুডেন্টস ক্যারিয়ার সামিট অনুষ্ঠিত হয়।
মোঃ মাসুদ রানা’র সভাপতিত্বে ক্যারিয়ার সামিট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়’র প্রফেসর ড. মোহাম্মদ হানিফ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’র প্রফেসর ড. মামুন অর রশিদ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি’র প্রফেসর ড. মোহাম্মদ জুলফিকর আলী , প্রেসিডেন্সি ইউনিভার্সিটি’র প্রফেসর ড. সামিউল ইসলাম , ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ ব্যবস্থাপক (মার্কেটিং) মোহাম্মাদ সিদ্দিকুর রহৃান , ডিআইটিল ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মাহবুবুর রহমান, দুমকি উপজেলা বাংলাদেশ জামায়েত ইসলামীর সেক্রেটারি মাওলানা আবুল খায়ের, পটুয়াখালী জেলা ইসলামী ছাত্রশিবির সভাপতি মাহাদী হাসান নাহিদ ও দুমকি শহর শাখার ইসলামী ছাত্রশিবির সভাপতি তাইমিয়া বিন হারুন।
মন্তব্য