ময়মনসিংহের বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মোঃ সাইফুল্লাহ পান্না ।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে ময়মনসিংহের বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি দফতরসমূহের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মোঃ সাইফুল্লাহ পান্না ।
সভায় ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মো: আশরাফুর রহমান উপস্থিত থেকে ময়মনসিংহ রেঞ্জ পুলিশের সার্বিক কার্যক্রম ও দুর্গাপূজার নিরাপত্তা রক্ষা এবং পরিবর্তিত বর্তমান পরিস্থিতিতে পুলিশি তৎপরতা সম্পর্কে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মোঃ সাইফুল্লাহ পান্নাকে অবহিত করেন।
মতবিনিময় সভায় বিভাগীয় কর্মকর্তা, ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম , পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তা সহ ময়মনসিংহ জেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন ।
মন্তব্য