জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এক সাংগঠনিক আদেশে ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি যুগ্ম আহবায়ক মোঃ হাফিজ উদ্দিন মাস্টারকে জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছেন।
শনিবার (১৯ অক্টোবর) হাফিজ উদ্দিন মাস্টারকে ভাইস চেয়ারম্যান পদে নিয়োগ বিষয়ে জাতীয় পার্টি কেন্দ্রীয় দফতর সম্পাদক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন।
হাফিজ উদ্দিন মাস্টারকে ভাইস চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়ায় ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির নেতাকর্মীদের মাঝে আনন্দ অনুভূতির সৃষ্টি হয়েছে। হাফিজ উদ্দিন মাস্টারকে ভাইস চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়ায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এবং মহাসচিব এড. মজিবুল হক চুন্নুকে অভিনন্দন জানিয়েছেন ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।
এই খবর পাওয়ার পর ভালুকা উপজেলা জাতীয় পার্টি নেতা-কর্মীরা মিষ্টি বিতরণ করেন। এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।
মন্তব্য