ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা এলাকায় র্যাব-১৪ ও কোতোয়ালী পুলিশের পৃথক অভিযানে গত ২৪ ঘন্টায় মাদক ব্যবসায়ী সহ ভিন্ন ভিন্ন অপরাধে ৬ জন গ্রেফতার করা হয়।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ মোঃ শফিকুল ইসলাম খান জানান, থানা এলাকায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে গেলো ২৪ ঘন্টায় এসআই কুমোদলাল দাস, এসআই খোরশেদ আলম,এসআই (নিঃ) ফিরোজ আলী ও এসআই মাহবুব আলম ফকির সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে পৃথক অপরাধের দায়ে ৫ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতার হওয়া অপরাধীরা হলেন, অন্যান্য মামলার আসামী মোঃ রাসেল (২৮), পিতামৃত-মিন্টু মিয়া, সাং-বলাশপুর কসাইপাড়া, থানা-কোতোয়ালী জেলা- ময়মনসিংহকে অত্র থানাধীন পৌরসভা মার্কেটের সামনে হইতে গ্রেফতার করেন। চুরি মামলার আসামী মোঃ তুষার কাওসার (৩০), পিতামৃত-হাফিজুর রহমান, সাং-মাসকান্দা গনসার মোড় ও মোঃ শাকিল (৩০), পিতামৃত-আবু সাঈদ, সাং-চরকালিবাড়ী মিলগেইট বাজার, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে আকুয়া এলাকা থেকে গ্রেফতার করেন। অপহরন মামলার আসামী ইমরান হোসেন রমজান (৩৫), পিতা-মোঃ ইজ্জত আলী মন্ডল, সাং- দেউর পাড়, চন্দ্রা, থানা-জামালপুর সদর, জেলা-জামালপুরকে রহমতপুর এলাকা হইতে গ্রেফতার করা হয়। অন্যান্য মামলার আসামী আব্দুল আহাদ (১৯), পিতা-খোকন মিয়া, সাং-বারুয়ামারী, থানা-গৌরীপুর, জেলা- ময়মনসিংহকে আকুয়া মোড়লপাড়া এলাকার থেকে গ্রেফতার করা হয়।
পৃথক অভিযানে র্যাব-১৪ এর অভিযানিক টিম ময়মনসিংহ কোতোয়ালী থানা পাটগুদাম ব্রীজ সংলগ্ন জয়বাংলা চত্তর এলাকায় অভিযান চালিয়ে ১৪ বোতল বিদেশী মদ এবং মাদকদ্রব্য পাচারে ব্যবহৃত ১টি সিএনজি গাড়ী ও একটি মোবাইলসহ মাদক কারবারি মোঃ মোছা মিয়া (২৫), পিতা-মোঃ হাবিবুর রহমান, সাং-ভাটি বাড়েরা, থানা-কোতোয়ালী মডেল , জেলা- ময়মনসিংহকে আটক করেন। আটক হওয়া মাদক কারবারি মো: মোছা মিয়াকে কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কোতোয়ালী মডেল থানার সেকেন্ড অফিসার মো: আনোয়ার হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য