ময়মনসিংহ জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশের অভিযানে ৮ বোতল বিদেশী মদসহ ২ জন মাদক ব্যবসায়ী ও ৩টি চোরাই মোবাইল ফোন সহ ১ চোরকে গ্রেফতার করেছে ।
জেলা গোয়েন্দা ডিবি শাখার অফিসার ইন-চার্জ মোঃ শহিদুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, এসআই মোঃ আলাউদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানাধীন গাংগিনার পাড়স্থ টিপটপ বেকারীর সামনে থেকে ৯ নভেম্বর রাতে ৩ টি চোরাই মোবাইল সেটসহ চোর চক্রের সদস্য আকাশ (২২), পিতা- সাজু মিয়া, সাং-চরকালিবাড়ী (লোকনাথ মন্দিরের পিছনে), থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ মোবাইল চোর চক্রের সাথে জড়িত এবং এই চক্রের অন্য সদস্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। গ্রেফতার হওয়া চোর আকাশের বিরুদ্ধে আরো ১১ টি মামলা বিচারাধীন রয়েছে।
অপর এক অভিযানে এসআই মোঃ সোহরাব আলী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানাধীন গামারীতলা সাকিনস্থ কাশিনাথপুর বাজার এলাকা থেকে ১০ নভেম্বর ৮ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী মোঃ মাজাহারুল (২৪), পিতা-মোঃ হেলাল উদ্দিন ও মোঃ আবুল কাশেম (২৩), পিতা-মোঃ মতিউর রহমান, উভয় সাং-কামালপুর(মধ্যপাড়া), থানা-ধোবাউড়া, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ী মোঃ মাজাহারুল এর বিরুদ্ধে আরও ১ টি মামলা বিচারাধীন রয়েছে বলে ডিবি পুলিশ জানান।
উদ্ধার হওয়া ৩টি চোরাই মোবাইল সেট ও ৮ বোতল বিদেশী মদ উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল ও ধোবাউড়া থানায় মামলা দায়ের করে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
মন্তব্য