ময়মনসিংহের থানার ঘাট সংলগ্ন শিব মন্দির থেকে চুরি হওয়া শিবের মূর্তিটি টাঙ্গাইল সদর থানা এলাকার দাইন্না চৌধুরী বাগিল এলাকার থেকে উদ্ধার করেন ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পুলিশ।
জানাযায়, রবিবার (১৭ নভেম্বর) বিকালে ময়মনসিংহ নগরীর থানার ঘাট শিবমন্দির থেকে শিবমূর্তি চুরির ঘটনাটি সংঘটিত হয়। মুর্তি চুরি বিষয়টি ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ অবগত হওয়া সাথে উদ্ধার অভিযানে নামেন এস আই আনোয়ার হোসেন এর নেতৃত্বে থানা পুলিশের চৌকস টিম। কোন প্রকার প্রযুক্তিগত সহায়তা ছাড়াই তথ্যগত অনুসন্ধানের মাধ্যমে টাঙ্গাইল সদর থানার দাইন্না চৌধুরী বাগিল এলাকার মনোরঞ্জন কর্মকারের ছেলে শিবমুর্তি চোর প্রশান্ত কর্মকারকে আটক করেন। আটক হওয়া শিবমূর্তি চোর প্রশান্ত কর্মকারের তথ্যের ভিত্তিতে মূর্তিটি হয়।
শিবমুর্তি উদ্ধার বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইন-চার্জ মোঃ শফিকুল ইসলাম খান এক প্রেসব্রিফিংয়ে সোমবার (১৮ নভেম্বর) উদ্ধার হওয়া শিবমূর্তি ও চোর প্রশান্ত কর্মকারকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
পর্সকাতর অভিযানে এস আই আনোয়ার হোসেন এর নেতৃত্বে বিচক্ষণ টিমের অন্যান্য পুলিশ অফিসাররা হলেন এস আই অসিম, এএসআই মাসুদ ও এএসআই জসিম।
অপর একটি সুত্র বলেন, মন্দিরে ঠাকুর পুরুহিত থাকা সত্যে দিনের দুপুরে এমন চুরি সংঘটিত হওয়ায় কিভাবে সম্ভব হয়েছে, তা খতিয়ে দেখা প্রয়োজন ।
মন্তব্য