ময়মনসিংহে কোতোয়ালি মডেল থানাধীন বড় বাজার এলাকায় যৌথবাহিনীর এক বিশেষ টিম অভিযান চালিয়ে বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
সোমবার (২৫ নভেম্বর) বিকালে যৌথ বাহিনীর একটি বিশেষ টিম গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাধীন বড় বাজার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ মোঃ রবিউল আওয়াল ওরফে বাবলু ও হোসাইন মোহাম্মদ মিলকান ওরফে বান্টি নামের দুই ব্যক্তিকে তাদের নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, ১। মোঃ রবিউল আওয়াল ওরফে বাবলু (৫৯), পিতা- মৃত সোহরাব আলী, ২। হোসাইন মোহাম্মদ মিলকান ওরফে বান্টি (৩৫), পিতা- মোঃ রবিউল আওয়াল ওরফে বাবলু, উভয় সাং-২৪/এ, বড় বাজার, থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ।
গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে বেআইনি অস্ত্র রাখা, বড় বাজারের সংঘর্ষ সংক্রান্ত অভিযোগ এবং এ সংক্রান্ত মামলা (এফআইআর নম্বর ৯৩) রয়েছে।
এছাড়াও আসামীর বিরুদ্ধে বিস্ফোরক আইন ১৯০৮, ধারা ৩ এবং দণ্ডবিধি ১৮৬০ এর ধারা-১৪৩,৩২৩,৩২৪,৩২৬,৩০৭,৩৭৯,৪২৭,৪৩৫,১১৪/৩৪ সহ একাধিক মামলা রয়েছে ।
যৌথ বাহিনীর এক প্রেসবিজ্ঞপ্তিতে সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং পরিচয় যাচাইয়ের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য