ময়মনসিংহ নগরীর ও আশপাশ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে কোতোয়ালী পুলিশ ও র্যাব-১৪ এর নিয়মিত অভিযানে নাশকতা সৃষ্টি, মাদক ও অন্যান্য অপরাধের দায়ে ১১ জনকে গ্রেপ্তার করা হয়।
রবিবার (১ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে কোতোয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ মোঃ শফিকুল ইসলাম খান জানান, গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ নগরীর ও সদর উপজেলা এলাকায় র্যাব-১৪ ও কোতোয়ালী পুলিশের কয়েকটি টিম পৃথক পৃথক অভিযান পরিচালনা করেন।
এসআই অংকন সরকার সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান চালিয়ে পর্নোগ্রাফী মামলার আসামী জুনায়েত আল হাবিব @ ইয়ামিন (২০), পিতা-সাইফুল ইসলাম, সাং-পলশা, থানা- মুক্তাগাছা, জেলা- ময়মনসিংহকে নগরীর টাউন মোড় এলাকা থেকে গ্রেফতার করেছেন। এসআই খলিলুর রহমান সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী ২ জনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত্রা হলো, মোঃ আনোয়ার হোসেন আনার (৫৫) পিতামৃত-হোসেন আলী, সাং-আকুয়া মোড়লপাড়া, হাবুন বেপারীর মোড়, এবং মোঃ আজহারুল ইসলাম স্বপন (৪৫), পিতামৃত-আঃ মান্নান, সাং-আকুয়া মোড়ল পাড়া, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ। তাদেরকে কোতোয়ালী মডেল থানাধীন আকুয়া হাবুন বেপারী মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। এসআই ছানোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান চালিয়ে চুরি মামলার আসামী মোঃ গোলাম মোস্তফা (২০), পিতা-আলী হোসেন ও শাহিন মিয়া (১৫), পিতা-শামসুল হক, উভয় সাং-চর ভবানীপুর (সিরতা), থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন আকুয়া বাইপাস এলাকা হইতে গ্রেফতার করেছেন। এসআই খলিলুর রহমান সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান চালিয়ে চুরি মামলার আসামী মেহেদী হাসান আবির (২৬), পিতা-লাল মিয়া , সাং-কাচিঝুলি ও মোঃ মোক্তার হোসেন (৩৬), পিতামৃত-আবুল কাশেম, সাং-শিকারীকান্দা, উভয় থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন আকুয়া এলাকা থেকে গ্রেফতার করেছেন। এসআই শাহ জালাল সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান চালিয়ে অপহরন মামলার আসামী শাওন মিয়া (২০), পিতা-নজরুল ইসলাম, মাতা-রোশেদা বেগম, সাং-বীর নগর, থানা-তাহিরপুর, জেলা-সুনামগঞ্জকে কোতোয়ালী মডেল থানাধীন পাটগুদাম ব্রীজ মোড় বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করেছেন। এসআই আব্দুল হক সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান চালিয়ে আনন্দ মোহন কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক মোঃ ওয়াহিদুর রহমান সবুজ (৩০), পিতা-মোঃ ফকর উদ্দিন দুলাল, মাতা-শিউলি বেগম , সাং- চর খচিয়া(সিরতা), থানা- কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেছেন।
র্যাব-১৪ এর অভিযানিক টিম কোতোয়ালী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার আসামী আসামী ১। বাবুল মিয়া (৫৫), পিতা-মৃত আছর মিয়া, সাং-নগরীর বয়রা জামতলা মোড়, থানা-কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত বাবুল মিয়ের নিকট থেকে ১২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
ইহাছাড়াও এএসআই ফরহাদ উদ্দিন সংগীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান চালিয়ে আদালতের পরোয়ানা ভূক্ত এক আসামীকে গ্রেফতার করেন। গ্রেপ্তারকৃত আসামী হলেন, ইকবাল হোসেন (৩২), পিতা-আঃ হাই, গ্রাম- গোহাইল কান্দি, থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ ।
কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো: সাইফুল ইসলাম এবিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত সকল আসামীদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য