ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযান গেলো ২৪ ঘন্টায় পৃথক অপরাধের সাথে জরুরি থাকার দায়ে নগরী ও সদর উপজেলা ভিন্ন ভিন্ন এলাকা থেকে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়।
এবিষয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ মোঃ শফিকুল ইসলাম খান জানান, সাধারন মানুষের জীবনমান নিরাপদ রাখতে কয়েকটি টিম অপরাধ দমনে নিয়মিত অভিযান করছে।
পৃথক অভিযানে এসআই অংকন সরকার সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী আনোয়ারুল কবির মিটন (৫২), পিতা-মৃত বরকত উল্লাহ দুলাল, সাং- ৪৪নং বাঘমারা রোড, থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহকে থানাধীন বাঘমারা এলাকা থেকে গ্রেফতার করেন।
এসআই জাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে পণোগ্রাফী মামলার আসামী মোঃ ফরিদুজ্জামান ২৪), পিতা- মোঃ ইব্রাহিম খলিল, সাং- মৌষতলা, থানা-ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানা এলাকা থেকে গ্রেফতার করেন। এসআই আব্দুল হক সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী নাইমুল হাসান রুমান (২৪), পিতা-নুরুজ্জামান, মাতা-সালমা বেগম, সাং- চালিতা বুনিয়া, থানা-বামনা, জেলা-বরগুনাকে কোতোয়ালী মডেল থানাধীন বাতিরকল এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র মামলায় সুরমা বেগম (৪০), স্বামী-লিটন মিয়া, সাং-পাটগুদাম ব্রীজ মোড়, হাজী কাশেম আলী কলেজের পিছনে, ২। মোঃ হাসান (২২), পিতা-মোঃ ইদ্রিস ওরফে আলমাছ,মাতা-পরবিলা সাং-পাটগুদাম ইসলামবাগ, ৩। মোঃ জাহাঙ্গীর আলম (৩৫), পিতা-গোলাপ মিয়া,মাতা-আছিয়া খাতুন, সাং-পাটগুদাম ব্রীজ মোড়, হাজী কাশেম আলী কলেজের পিছনে, সর্ব থানা-কোতোয়ালী, ৪। মোঃ আল আমিন (৩০), পিতা-মৃত ইদ্রিস আলী,মাতা-রানু বেগম, সাং-মাঝিয়ালী,থানা-তারাকান্দা, এ/পি-,হাজী কাশেম আলী কলেজের পিছনে,রিপন মল্লিকের গ্যারেজ, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ, ৫। রফিকুল ইসলাম (২৭), পিতা-মৃতঃ আব্দুর রহিম, সাং-পূর্বধলা, থানা-পূর্বধলা,জেলা-নেএকোনা, এ/পি-চায়নার মোড়,কাশেমের বাড়ী, ৬। সুজন (২৫), পিতা-মোঃ গিয়াস উদ্দিন, সাং-পাটগুদাম ব্রীজ মোড়, হাজী কাশেম আলী কলেজের পিছনে, ৭। মোঃ মাসুদ রানা (২১), পিতা-গোলাপ মিয়া, সাং- পাটগুদাম ইসলামবাগ, সর্ব থানা-কোতোয়ালী, ৮। জুয়েল মিয়া (২৭), পিতা-মোঃ মহর উদ্দিন, মাতা-আয়েশা খাতুন, সাং-দত্তর গ্রাম, থানা-ঈশ্বরগজ্ঞ, এ/পি-হাজী কাশেম আলী কলেজের পিছনে,রিপন মল্লিকের গ্যারেজ, থানা-কোতোয়ালী মডেল, ৯। মোঃ আবু সাইদ (২২), পিতা-মৃত আঃ খোরশেদ, সাং-পূর্বপাগলী, থানা- তারাকান্দা, এ/পি-ব্রাম্মপল্লী বারেক সাহেবের বাড়ী, ১০। মোঃ রনি (১৯), পিতা-সফিকুল ইসলাম, সাং- পাটগুদাম ব্রীজ মোড়, হাজী কাশেম আলী কলেজের পিছনে, ১১। নাইম (১৮), পিতা-মৃত আলমগীর, সাং-পাটগুদাম ব্রীজ মোড়, হাজী কাশেম আলী কলেজের পিছনে, ১২। মুন্না (১৭), পিতা-মৃত মাসুদ, সাং- পাটগুদাম আটানী পুকুর পাড়, ১৩। মোঃ রিফাত (১৬), পিতা-চান মিয়া, সাং-পাটগুদাম ব্রীজ মোড়, হাজী কাশেম আলী কলেজের পিছনে, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে কোতোয়ালী মডেল থানাধীন পাটগুদাম মোড় সংলগ্ন হাজী কাশেম আলী কলেজ এর পিছনে মাঠ হইতে গ্রেফতার করেন এবং তাহাদের নিকট হইতে দেশীয় অস্ত্র উদ্ধার করেন।
কোতোয়ালী মডেল থানার সেকেন্ড অফিসার আনোয়ার হোসেন জানিয়েছেন, গ্রেপ্তারকৃত সকল আসামীকে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে ।
অপর এক প্রেসবিজ্ঞপ্তিতে যৌথ বাহিনী জানিয়েছেন, পাটগুদাম ব্রিজ মোড় ও হাজী কাশেম আলী কলেজের পেছনের এলাকায় মধ্য রাত থেকে ভোর রাত পর্যন্ত সেনাবাহিনী, কোতোয়ালী মডেল থানা পুলিশ, র্যাব-১৪ ও জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযানে ১ কেজি এবং দেশীয় অস্ত্র সহ মাদক সম্রাজ্ঞী ( ড্রাগ কুইন) সুরমা বেগম (৩৮) সহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়।
মন্তব্য