ময়মনসিংহ কোতোয়ালি পুলিশ নগরী ও সদর উপজেলার ভিন্ন ভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গেলো ২৪ ঘন্টায় (১১-ডিসেম্বর) পৃথক অপরাধে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ মোঃ শফিকুল ইসলাম খান জানান, এসআই অংকন সরকার সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১/ মোঃ হেলালুল ইসলাম সুরুজ (৬৬), পিতামৃত-হালিম উদ্দিন, সাং-বলাশপুর, ২/ মোঃ মাসুদ খান (৩৫) পিতামৃত-বাচ্চু খান, সাং-স্টেশন রোড ০২নং গেইট, উভয় থানা-কোতোয়ালী, ৩/ বায়োজিদ ইমন (২০), পিতা-শাহজাহান মোল্লা, সাং-শ্রীপুর, থানা-মুক্তাগাছা, সর্ব জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন স্টেশন রোড এলাকা হইতে গ্রেফতার করেন। এসআই সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী মোঃ আকরাম হোসেন (২৬), পিতামৃত-জাকির হোসেন, সাং-আকুয়া গরুর খোয়ার মোড়, থানা-কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন আকুয়া ভাঙ্গাপুল হইতে গ্রেফতার করেন। এসআই খলিলুর রহমান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী ১/ মোঃ পিয়াস (২২), পিতা-সুরুজ্জামান, সাং-আটকাপাড়া, থানা-নেত্রকোনা সদর, জেলা-নেত্রকোনা, ২/ রিফাত আহম্মেদ নিরব (২৩), পিতা-জমির হোসেন জাবেদ, সাং-চায়না মোড়, ৩/ অতশী আক্তার লুবনা (২২), পিতা-রেজাউল করিম, সাং-চুরখাই, ৪/ ঝর্ণা আক্তার আলমিনা @ দিপা (১৯), পিতা মৃত- জাহাঙ্গীর আলম, সাং-দাপুনিয়া, সর্ব থানা-কোতোয়ালী. জেলা-ময়মনসিংহকে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাধীন আকুয়া খালপাড় এলাকা থেকে গ্রেফতার করেন। এসআই রাসেল ইয়ার খান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী ১/ জুয়েল লাল সরকার (৪২), পিতা-পুষ্প লাল সরকার, সাং-কলাবাধা দুরমুট, থানা-মেলান্দহ, জেলা-জামালপুর, এপি/সাং-মৈত্রী টাওয়ার গোলপুকুর পাড়, ২/জাহিদুল ইসলাম (২৫), পিতা-সিরাজুল ইসলাম, সাং-ভাবখালী কচুরপাড়, উভয় থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাধীন আকুয়া এলাকা থেকে গ্রেফতার করেন।
কোতোয়ালী মডেল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সাইফুল ইসলাম এবিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, সকল আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য