ময়মনসিংহ নগরী ও সদর উপজেলার ভিন্ন ভিন্ন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে গেলো ২৪ ঘন্টায় (১৬-ডিসেম্বর) পৃথক অপরাধে ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ মোঃ শফিকুল ইসলাম খান জানান, অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান করছে কোতোয়ালী মডেল থানা পুলিশের কয়েকটি টিম। গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে ৪ জন চিহ্নিত অপরাধীকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে নেতৃত্বদেন এসআই সাদ্দাম হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে প্রতারনা মামলার আসামী মোঃ সালমান শরণী (৩১), পিতাঃ হেমায়েত উদ্দিন আহমেদ, সাং-সৈয়দ ফাতেমা খানম রোড, দত্তপাড়া, বাসা নং-৮৬১, ডাকঘরঃ ইসলামপুর, গাজীপুর সদর, জেলা -গাজীপুরকে জুবলীঘাট এলাকা থেকে গ্রেফতার করেন।
এসআই অংকন সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে অন্যান্য আসামী ১/ মঞ্জুরুল ইসলাম (২৭) সাবেক জেলা ছাত্রলীগের সদস্য, পিতা-আরব আলী, সাং-কলেজ রোড মীরবাড়ী, থানা-কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহ, ২/ ফাতেহ মুহাম্মদ (২৪) পিতা-মোঃ শহিদুল্লাহ, সাং- বাদে পুটিকা, থানা-পূর্বধলা, জেলা-নেত্রকোনা, এপি/সাং-আকুয়া চুকাইতলা পীরবাড়ী রোড, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে চরপাড়া এলাকা থেকে গ্রেফতার করেন।
এছাড়াও এসআই কুমোদলাল দাস সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আদালতের গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী সুমন, পিতা-সুলতান ড্রাইভার ওরফে দুলাল, সাং-নওমহল, থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহকে তাহার নওমহল এলাকা থেকে গ্রেফতার করেন।
পৃথক অভিযানে গ্রেপ্তার হওয়া সকল আসামীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান, কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সাইফুল ইসলাম ।
মন্তব্য