ময়মনসিংহ জেলা পুলিশ সুপার হিসেবে নবাগত কাজী আখতার উল আলম গত ২১-ডিসেম্বর শনিবার যোগদান করেছেন।
শনিবার (২১ ডিসেম্বর ২০২৪) ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ে যোগদান করেন নবাগত পুলিশ সুপার কাজী আখতার উল আলম। পুলিশ সুপারের কার্যালয়ে বিদায়ী পুলিশ সুপার মোঃ আজিজুল ইসলাম কতৃক দায়িত্ব হস্তান্তরের পর পুলিশ সুপার কাজী আখতার উল আলম দায়িত্বভার গ্রহণ করেছেন।
নবযোগদানকৃত পুলিশ সুপারকে ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার এবং ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সকল থানার অফিসার ইন-চার্জবৃন্দ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য